ঠাকুরগাওয়ে পীরগঞ্জে ১০৫ জন প্রান্তিক কৃষাণীর মাঝে বিনামূল্যে ইউরিয়া সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ এর আয়োজনে পীরগঞ্জ সিডিপি হল রুমে গুডনেইবারস্ পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সদস্যদের মাঝে এইসব সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক, গুডনেইবারস্ পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, গুডনেইবারস্ আইজি অফিসার জীবন্ত হাগিদক, সিডিসি’র সহ-সভাপতি উম্মে কুলসুম, গুডনেইবারস্ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম প্রমুখ। জীবিকা নির্বাহে কৃষি নির্ভর আইজি কার্যক্রমে সহযোগীতা ও কৃষি জমিতে প্রত্যাশা শস্য উৎপাদনের লক্ষ্যে ১০৫ জন কৃষাণীর মাঝে বিনামূলে ইউরিয়া সার তুলে দেয়া হয়।