গ্রেনেড হামলা: পীরগঞ্জে তারেক রহমান সহ খুনিদের ফাঁসি দাবীতে সমাবেশ
২১ আগষ্ট গ্রেনেড হামলার মুল হোতা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সহ সকল খুনিদের ফাঁসি দাবীতে সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সন্ধায় পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে উপজেলা আওয়ামীলীগ এ সভার আয়োজন করেন। উপজেলা আওয়ামীলীগেে সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নেছা আইভি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আকতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুরনবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।