ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পৌরশহরে অভিযান চালিয়ে জরিমানা করেন ঠাকুরগাঁও জেলা জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদি।
তিনি জানান, পৌর শহরের সিনেমা হল রোডের মেসার্স ইমদাদুল ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় ১০হাজার টাকা, মেসার্স জুলফিকার ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ৫ হাজার টাকা ও সততা ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।