পীরগঞ্জে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো’র উদ্যোগে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় এ বুথ স্থাপন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সস্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কিবরিয়া আল আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সভাপতি নসিব ই খোদা তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি কবির ইসলাম প্রমূখ।