পীরগঞ্জে ছিন্নমূল মানুষের পাশে একদল তরুণ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

করোনা মহামারিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভবঘুরে ছিন্নমূল, দরিদ্র, প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন তরুণদের একটি দল।
প্রতি শুক্রবার তারা শহরে খুঁজে খুঁজে ১৫ জন ছিন্নমূল মানুষকে এই খাবার সহায়তা দিচ্ছেন। তাদের এই সহায়তা কার্যক্রমের নাম ‘এক বেলার খাবার’। খাবারের প্রতিটি প্যাকেটে গরুর মাংস, সবজি, ভর্তা ও ভাত থাকে। আর এই কার্যক্রমে তরুণদের প্রথম থেকেই আর্থিক সহায়তা করে আসছেন আনসার আলী নামে আমেরিকান প্রবাসী। মাঠে গিয়ে ছিন্নমূল মানুষ খুঁজে খাবার তুলে দেন নীরব, সোহাগ, দোয়েল, সিদ্দিক, সবুজ, হাবীব,সবুজ,লাইসুর ও সিম্মি।
এই কার্যক্রমের এক তরুণ নীরব আলী বলেন, ‘এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আর একজন প্রতিবন্ধী মায়ের শিশুর জন্য প্রতিদিনের খাবার দেয়া হচ্ছে। বৃহৎ পরিসরে ছিন্নমূল মানুষকে এই খাবার দেয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক কারণে সেটি সম্ভব হচ্ছে না। তারপরেও আরেক ব্যক্তির সহায়তায় আগামী দিনে সপ্তাহে দুই দিন এই খাবার বিতরণ করা হবে।’ এই তরুণ আরও বলেন, শুরুতে আমাদের অনেকের কটু কথাও শুনতে হয়েছে। অনেকেই বলেছে মানুষকে দেখানোর জন্য আমরা এইসব করছি। কারো কথা তোয়াক্কা না করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি।’ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নীরব আলী বলেন,‘প্রতিদিন রাতের একবেলা খাবারের ব্যবস্থা করা। যাতে কোন ছিন্নমূল মানুষের রাত না খেয়ে কাটে।’