সিরিজ বোমা হামলা: পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১

২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে সারাদেশের ৬৩জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মাহবুব জামান জেম, সাংস্কৃতিক সম্পাদক আরশাদ হোসেন বাবু, উপ প্রচার সম্পাদক সবুর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।