পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

“দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ প্রদীব কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খাঁন, উপজেলা সেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন, সাংবাদিক মেহের এলাহী, হাজীপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা রেজাউল কবির প্রমুখ। উল্লেখ্য ভূমি সেবা সপ্তাহ ৬ জুন থেকে ১০ই জুন পর্যন্ত এই সেবা চলমান থাকবে।