পীরগঞ্জে ধান কাঁটা মেশিনে প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধাঁন কাঁটা যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে রোকেয়া বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে ঘুঘুয়া এলাকায় ধাঁন কাঁটা মেশিনে চাপা পড়েন তিনি। রবিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু বরণ করেন ওই বৃদ্ধা। তিনি উপজেলা কোষারাণীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ফসলি জমিতে আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধাঁন কাঁটার কাজ চলছিল। এ সময় ওই মেশিনের পিছনে গো-খাদ্য (খড়) সংগ্রহ করছিলেন তিনি। এ পর্যায়ে আচমকা কম্বাইন হারভেস্টারের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধা। তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যান। তিনি গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। রবিবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।

কোষারাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।