পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতির কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিনের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজ বাজার এলাকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন জানান, রাতে তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান (মুদি দোকান) বন্ধ করে বাড়িতে ফেরার জন্য পায়ে হেঁটে রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ব্যাগে দোকানের মালামাল বিক্রির প্রায় ৩ লাখ টাকা সহ দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।