
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিষাক্ত সাপেড় কামড়ে জাহেদা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়নের ভেমটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই মহিলা খলিলুর রহমানের স্ত্রী।
ওই মহিলার ভাতিজা শফিক-ই-খোদা নভেল জানান, দুপুর দেড়টার দিকে ভাত রান্না করার জন্য খড়ি ঘর থেকে খড়ি বের করতে গেলে ওই সময় বিষাক্ত সাপ পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন সাপের কবল হতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
৬নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।