
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিলচাতাল ব্যবসায়ীর বাড়ির লোকজনকে অচেতন করে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন সহ প্রায় দশ ভরি স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর কালুপীর বাজার সংলগ্ন মিলচাতাল ব্যবসায়ী ইসকান্দার আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
মিলচাতাল ব্যবসায়ী ইসকান্দার আলী জানান, প্রতিদিনের মত রাতের খাবার শেষে সবাই ঘুমাতে যাই। গভীর রাতে আমার পরিবারের সদস্যদের মানুষকে অচেতন করে ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে প্রায় দশ ভরি স্বর্ণ অলংকার, নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন চুরি করে চোরেরা পালিয়ে যায়। আমরা সকাল সাড়ে সাতটা পর্যন্ত সকলেই অচেতন অবস্থায় পড়ে থাকি। পরে প্রতিবেশীরা আমাদেরকে চেতন করেন, চেতন হয়ার পর দেখি আমার ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অচেতন করে এই চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পুলিশ এই ঘটনার তদন্ত করবে। চুরি ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।