ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পত্রিকা বিক্রয়কর্মীকে বেধড়ক মারপিট করা হয়েছে। সোমবার রাতে এবিষয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পত্রিকা বিক্রয়কর্মী গৌতম দাস বাবলু। লিখিত অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে বাইসাইকেল নিয়ে গৌতম দাস বাবলু পৌর শহরে পত্রিকা বিক্রি করছিলেন। শহরের ঢাকাইয়াপট্টির এতিমখানা সংলগ্ন এলাকায় গেলে পত্রিকা বিক্রির সময় তার সাইকেল থেকে পত্রিকা বের করে নেওয়ার চেষ্টা করে এক কিশোর। এতে তিনি বাঁধা দিলে ওই এলাকার মফিজ,ইমরান ও রোমান সহ আরও কয়েকজন তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় গালিগালাজের প্রতিবাদ করলে তারা চড়াও হয়ে পত্রিকা বিক্রয়কর্মী গৌতমকে এলোপাথারীভাবে কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে ড্রেনে ধাক্কা মেরে ফেলে দেন এবং পত্রিকাসহ বাইসাইকেলটি মাটিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন এলে মফিজ,ইমরান ও রোমান পালিয়ে যায়। মারপিটের কারণে অসুস্থ হয়ে পড়ায় স্থানীয়রা পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা নেন গৌতম। এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার বলেন, ‘অভিযোগ পেয়েছি। ব্যবস্খা নেওয়া হবে।’