ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। এঘটনায় আহত হয় আরো ৩ জন। নিহত ট্রলির চালক মজিবর রহমান পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ইব্রাহীমের ছেলে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানান, মঙ্গলবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ- সেতাবগঞ্জ পাকা সড়কের বাঁশগাড়া নামে স্থানে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।