পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২০

সরকার দাম নির্ধারিত করে দেয়ায় আলুর বাজারে অস্থিরতা আরো বাড়ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। হিমাগার থেকে সরকার নির্ধারিত দামে আলু না পাওয়ার অজুহাতে রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ এই পণ্যটির বিক্রি বন্ধ করে দিয়েছেন।

আজ ১ নভেম্বর, রবিবার ঢাকার গুরুত্বপূর্ণ পাইকারি বাজার কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট আলু বিক্রি বন্ধ করে দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

পাইকারি ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে পাইকারি বা খুচরা বাজারে অভিযান অভিযান চালানোর আগে হিমাগারে অভিযান চালানোর দাবি করেছেন।

সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে আলু বিক্রি বন্ধ থাকায় দৈনিক ৫ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে উল্লেখ করে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢালাওভাবে সব মানের আলুর একই দর বেঁধে দেয়ায় বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।