
“মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে।শনিবার কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির আয়োজনে এ দিবসটি উদযাপন হয়েছে। এ উপলক্ষে ঐ দিন বর্ণাঢ্য র্যালী ও থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আহাম্মদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ সইদুল হক প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল আলম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র আলমগীর সরকার অফিসার ইনর্চাজ(তদন্ত) আব্দুল লতিফ প্রেস ক্লাব সম্পাদক আনোয়ার হোসেন আকাশ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য থানা পুলিশের সকল স্থরের সদস্য ও গ্রাম পুলিশ সাংবাদিকসহ এলাকার গণ্যামণ্য ব্যক্তিবর্গবৃন্দ।