
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তার নিজবাড়ী পৌর শহরের ভান্ডারা(খুনিয়াদিঘী সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্জাক ঐ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এদিকে রাজ্জাক গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে উপজেলাবাসী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, রাজ্জাকের বিরুদ্ধে পূর্বের মামলার গ্রেফতারী আদেশ আসায় তাকে আমরা বেশ কিছু দিন ধরে খুঁজছিলাম। খবর পেয়ে শনিবার তার বাড়ীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও আদালতে সোর্পদ্দ করা হয়েছে। ওসি আরো জানিয়েছে রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলার তদন্ত চলছে।