পীরগঞ্জেও মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বানানোর প্রতিবাদে ঠাকুরগায়ের পীরগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলার ইমাম ও উলামা পরিষদের ব্যানারে সোমবার জহরের নামাজ শেষে শহরের পূর্ব-চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো পূর্ব-চৌরাস্তায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভপতি মওলানা তমিজ উদ্দিন আহাম্মেদ, বড় মসজিদের খতিব মুফতি তমিজ, ষ্টেসন জামে মসজিদের ইমাম হাফেজ নুরুজ্জামান, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।