ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় কামড়ে মাসুদ রানা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
২৩ অক্টোবর (শুক্রবার)নিজ উঠান থাকা খরি সরাতে গেলে খরিতে থাকা সাপ তাকে সাপে দংশন করে। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোশে রাওয়ানা হয়৷তবে পথিমধ্যে সে মারা যায়৷
জানা যায়, ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গ্রামের আব্দুল কালেকের ছেলে মাসুদ রানা৷
৬ নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৷