পীরগঞ্জে জাতীয় পার্টির নেতার স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মেরাজ উদ্দীদনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণ সভা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনাম চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, খনগাঁও ইউনিয়ন সভাপতি মাহাবুব জামির, ভোমরাদহ ইউনিয়নের সভাপতি আবু হোসেন মিষ্টার, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, উপজেলা যুবসংহতির নেতা আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মহিদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি সবুজ আলী প্রমূখ। এ সময় জাতীয় পার্টিার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।