হরিপুরে গাঁজাসহ আটক ২

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজাসহ দুই জন আটক করেছে হরিপুর থানা পুলিশ।

২৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে যাদুরাণী বাজার হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক সেবী ও এক জন বিক্রেতা আটক করে৷আটক কৃতরা হলেন, উপজেলার ঝাঝাংপাড়া গ্রামের ইসরাইলের ছেলে মিষ্টার(৩২) ও মানিকখাড়ী গ্রামের রফিকুল ইসলাম ছেলে শাওন(৩০)৷

এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনর্চাজ আওরঙ্গদেন বলেন,এক জন মাদক সেবী ও এক জন মাদক বিক্রেতা কে আটক করা হয়েছে৷মাদকের পরিমাণ কম হওয়ায় মামলা দেওয়া যাচ্ছে না৷ আগামীকাল সকালে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার প্রস্তুতি চলছে৷