পীরগঞ্জে কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সেবা গ্রহীতাদের কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বে সরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ এ সংলাপের আয়োজন করেন। সাংবাদিক দীপেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার, সহকারি কৃষি কর্মকর্তা তানিয়া, সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর রওশন আরা রোজী, এরিয়া ফেসিলেটর তমিজুল ইসলাম প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন সুফল ভোগী অংশ নেয়।