সংবাদ বিজ্ঞপ্তি:
ঠাকুরগাঁও সদরে সোমবার সকালে আলুর সরকারি মূল্য বাস্তবায়নে পৌরসভার রাহবার কোল্ড স্টোরেজে আলুর সরকারি নির্ধারিত মূল্য তালিকা লাগানোর জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় তিনি স্টোরেজের আলুর মজুদের পরিমাণ যাচাই করেন এবং মজুদকারীদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেন।
এরপর তিনি রোডে বিসিক আড়তে আলুর মূল্য মনিটরিং করেন,এসময় তিনি আড়তদারদের সরকারি মূল্যে আলু বিক্রির নির্দেশ দেন। এসময় সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ জন আড়তদারকে ১০০০ টাকা জরিমানা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।