ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের ২৬তম সম্মেলনে সভাপতি তাবিবুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক শুভ শর্মা নির্বাচিত হয়েছেন। শুক্রবার পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে “মুনাফার নষ্ট বৃত্তে বন্দী আমার শিক্ষা খাত, আধারের এই বৃত্ত ভেঙ্গে আনো রাঙ্গা প্রভাত” এই ধ্বনি নিয়ে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬তম সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ সভাপতি সফুরা বেগম।
এ সময় আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পীরগঞ্জ উপজেলার শাখার সভাপতি এনামুল হক দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সায়েম, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা প্রভাত সমীর, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
পরে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সম্মেলনে মিলিত হয়।