ঠাকুরগাঁওয়ে হিজরাদের সরদার রুবেলের মোটরসাইকেলের ধাক্কায় পিষ্ট হয়ে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পস্তমপুর বিমান বন্দর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেন বলেন, দুই ভাই বোন মিলে খালাবাড়িতে যাচ্ছিলাম বাবা বিমাবন্দর এলাকায় অটোচার্জারে তুলে দিচ্ছিল এমন সময় হিজরা রুবেল দ্রুত গতিতে বাবা উপরে মোটরসাইকেল তুলে দেয়। মোটরসাইকেলে বাবা ক্ষত বিক্ষত হয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় প্রথমে ঠাকুরগাঁও সদর হাসাতাল ও পরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পৌছা মাত্রই বাবার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।