নোবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০

‘সত্য সদা সংবাদে, সাহস শীর্ষ-সংঘাতে’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৪ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

সংগঠনটির পথচলার ৬ষ্ঠ বছর (অর্ধযুগ) পূর্ণ করেছে আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়াম ভবনের ২য় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম। আরও ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সাংবাদিক সমিতির নেতারা।