‘সুগার মিলে এখন কিছু নাই দুর্নীতি হবে কীভাবে?’-ঠাকুরগাঁওয়ে শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সুগারমিল গুলোতে কাঁচা মালের অভাবে চালু রাখা সম্ভব হচ্ছেনা। চিনি শিল্পকে ঢেলে সাজিয়ে সারা বছর চালু রাখতে হবে। যেন এখন থেকে বিকল্প আয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এ জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। তাই ঠাকুরগাঁও সুগার মিলকে খুব দ্রæতই আধুনিকায়ন করা হবে। হাতে নেয়া সুগারবিট প্রকল্প শিগগিরই চালু হবে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
চিনির মিল গুলোতে অনিয়ম দুর্নীতি হয় এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন সুগার মিলে এখন কিছু নাই দুর্নীতি হবে কিভাবে।
বৃহস্পতিবার বিকালে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন করে এসব কথা বলেন। এসময় রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।