ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র পক্ষ থেকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সদর উপজেলার ঠাকুরগাঁও রোড থেকে ভাউলারহাট সড়কের রক্ষণাবেক্ষণ কাজের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রির অনুপ্রেরনায় এলজিইডি পক্ষ থেকে রক্ষণাবেক্ষন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল, সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মুসা, সদর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল জানান, “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানের বাস্তব প্রতিফলন ঘটনোর লক্ষ্যে চলতি অর্থ বছর এলজিইডি মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার ৪৫ কিলোমিটারসহ পুরো জেলায় মোট ১২৫ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষনের কাজ করার কথা রয়েছে। মেরামতের পাশাপাশি সড়ক প্রশস্তকরনের জন্য ৬৪০ জন মহিলা কর্মী দ্বারা অফ-পেভমেন্টর কাজ শুরু করা হয়। বছরব্যাপী এ কাজ চলমান থাকবে এবং গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।