ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার মনু মিয়ার, পুলিশের শুভেচ্ছা

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০

ঠাকুরগাঁও রোড এলাকার মাদক ব্যবসায়ি মনু মিয়া মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার ব্যক্ত করায় পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জনানো হয়। মঙ্গলবার ডিবি পুলিশ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় পুলিশ।

এর আগে তিনি ও পরিবারের সদস্যরা কখনও মাদক ব্যবসা করবেন না মর্মে পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) বরাবরে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ওই দিন ডিবি পুলিশ কার্যালয়ে তাকে ফুলের তোরা দিয়ে
শুভেচ্ছা জানানো হয়। এ সময় ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম, এসআই শামিম হক, এসআই নবিউল ইসলাম, পুস্প দেবনাথসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।