১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী ট্রেন চালু হবে

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০

আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমন ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় সারের বাফার গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি এই রুটে রেল যোগাযোগ স্থাপন। আগামী ১৫ অক্টোবর সেই দাবি পূরণ হতে চলছে। ইনশাআল্লাহ আমি নিজে উপস্থিত থেকে এই ট্রেনের উদ্বোধন করবো।’