
কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের পরে এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে অযথা হয়রানি, অর্থের বিনিময়ে মামলা নেওয়া, প্রতিপক্ষকে হুমকি-ধমকি ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। রংপুর ডিআইজি অফিসের পরিদর্শক তরিকুল ইসলাম তরিক পীরগঞ্জে সরেজমিনে এসে তদন্ত করছেন। পুলিশের মহাপরিদর্শকের কাছে করা সমাজকর্মী নাহিদ পারভীন রিপার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তে এসেছেন তিনি। তদন্তকারী কর্মকর্তা গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত থানা চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে গিয়ে অভিযোগকারী ও সাধারণ মানুষের বক্তব্য নিয়েছেন।
এদিকে ওসির বিরুদ্ধে শুকুর উদ্দিন কালু নামের আরেক ভুক্তভোগীর করা অভিযোগেরও তদন্ত করছে জেলা পুলিশ প্রশাসন। তবে অভিযোগ সত্য নয় দাবি করে ওসি প্রদীপ বলেন, ‘তদন্ত হচ্ছে, হোক। তাতে কি আসে যায়?’
স্থানীয় সমাজকর্মী নাহিদ পারভীন রিপার করা অভিযোগে উল্লেখ করা হয়, পীরগঞ্জের সেনগাঁও গ্রামের সোবাহানের মেয়ে লিজা আখতার (৩০) স্বামীর দ্বারা নির্যাতিত হয়ে থানায় যান। কিন্তু ওসি প্রদীপ তাঁর অভিযোগ মামলা হিসেবে রুজু করেননি। এমনকি কোনো প্রতিকার না দিয়েই তাঁকে দিনের পর দিন হয়রানি করেন। এ অবস্থায় গত ১৬ মার্চ নির্যাতিতা লিজার সঙ্গে থানায় যান সমাজকর্মী নাহিদ পারভীন রিপা। এ ঘটনায় ওসি প্রদীপ ওই সমাজকর্মীর সঙ্গে অসদাচরণের পাশাপাশি তাঁকে থানা থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি-ধমকি দেন। এ অবস্থায় নির্যাতিতা লিজা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় ওসি প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে পুলিশের আইজিপি, ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন নাহিদ পারভীন রিপা।
এদিকে উপজেলার করনাই গ্রামের শুকুর উদ্দিন কালু গত ১৯ মে আইজিপিসহ পুলিশের বিভিন্ন দপ্তরে ওসি প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত ১২ মে রাতে তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যে অপহরণ করে প্রতিপক্ষরা। ঘটনাটি ওসি প্রদীপকে মোবাইল ফোনে জানালেও তিনি ব্যবস্থা নেননি। পরে ৯৯৯-এ ফোন করার পর পীরগঞ্জ থানা থেকে গাড়ি এসে তাঁকে উদ্ধার করলেও তাঁর মামলা নেননি ওসি। বরং প্রতিপক্ষের হয়ে তাঁর বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টাসের নির্দেশে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি তদন্তের জন্য গত ১৮ আগস্ট অভিযোগকারী ও তাঁর সাক্ষীদের জবানবন্দি নেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’