পীরগঞ্জে আগুনে ১০টি বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: আগস্ট ২২, ২০২০

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ১০টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে এক গৃহবধু আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরবাড়ি সহ মালামাল আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভাত রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহুর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় খয়রাত আলী, পশির উদ্দীন, আব্দুল খালেক, রুবেল রানা, সোহেল রানা, আইনুল হক, মেমরুল ও খলিলের সহ ১০টি বাড়ি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আগুন নেভানোর চেষ্টা করলে ফুলবানু নামে এক গৃহবধুর হাত আগুনের লেলিহান শিখায় ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে পীরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাউল, শুকনো খাবার, নগদ এক হাজার টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে।