চাঁদাবাজ হাতি!

প্রকাশিত: আগস্ট ২০, ২০২০

রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের গাড়ি থামিয়ে শুঁড় তুলে সালাম দিচ্ছে একটি হাতি। পিঠে বসে আছেন মাহুত। হাতি শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা গাড়ি চালকের কাছে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। এভাবে প্রতি গাড়ি থেকে ১০ থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কের সাগুনী রাবার ড্যাম এলাকায় এ দৃশ্য দেখা মিলে।