ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শতবর্ষী নারীসহ দুই জন নিহত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ঢাকাগামী একটি কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ শতবর্ষী নারীসহ দুই জন নিহত হন।

নিহতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদের স্ত্রী মছিরন নেছা (১০৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার চকহলদি গ্রামের মো. হানিফের ছেলে রহমান (২৫)।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে বলাকা উদ্যানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, ‘ঢাকাগামী একটি নৈশ কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মছিরন নেছা মারা যান।’

সংবাদ পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে ভর্তির কিছুক্ষণ পর রহমান মারা যান।

আহত নাসিমা খাতুন (৪০), আমেনা খাতুন (৮০), আনোয়ারা বেগম (৬০), সজীব (৩০) ও গোলাপ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি চকহলদি গ্রামে। হতাহতদের সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

ঘটনাস্থল থেকে কোচটিকে আটকের পর পুলিশ তা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।