পীরগঞ্জে ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০

কয়েক দিন ধরেেই সারাদেশের অন্যান্য জায়গার মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ৯টা থেকে পীরগঞ্জ পৌরশহরে বৃষ্টি শুরু হওয়ায় ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এতে আস্তে আস্তে কমে আসবে তাপমাত্রা। জনজীবনে মিলবে স্বস্তি।

আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েক দিন বৃষ্টি না থাকায় গরমটা বেশি অনুভব হচ্ছে। এরসঙ্গে যোগ হয়েছে সাগরে লঘুচাপ। তাই বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম দেখা দিয়েছে দেশের বেশিরভাগ এলাকায়। বিশেষ করে ঢাকা, খুলনাসহ অনেক জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।