পীরগঞ্জে নাগরিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

প্রকাশিত: আগস্ট ৫, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাগরিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে দিনব্যাপী এই কর্মশালা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আরটিভি’র স্টাফ রিপোর্টার(ঠাকুরগাঁও) জয়নাল আবেদীন বাবুল, ডেইলি ইন্ডাস্ট্রি’র জ্যেষ্ঠ প্রতিবেদক দীপেন রায়, দৈনিক মানবজমিনের প্রতিনিধি তারেক হোসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো বিভাগের কোঅর্ডিনেটর আমিনুর রহমান হৃদয়,ক্যাম্পাস সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন ইসলামিক বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ শামিম।

পীরগঞ্জের খবর ফেইসবুক গ্রুপের আয়োজনে এই কর্মশালায় উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি বাদল হোসেন। কর্মশালায় ১২জন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী অংশ নেয়।