ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও মাস্ক দিলেন সংরক্ষিত-৩০১ আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ব্যবস্থাপনায় এ মাস্ক ও পিপিই দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মাস্ক ও পিপিই প্রদানের আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত-৩০১ আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। এছাড়াও বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।