পীরগঞ্জে গুডবাজার উদ্বোধন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশুদের পছন্দের সামগ্রী পেতে ৩ দিনব্যাপী গুডবাজার জি এন বি নামক একটি বাজার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ পীরগঞ্জ সিডিপির আয়োজনে কিসমত সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার রেমন্ড কুইয়া, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তি, এনজিও কর্মী ও সুবিধা ভোগী শিশুরা উপস্থিত ছিলেন।

এই বাজারে সংস্থার আইডি ভুক্ত ৭৫০ জন শিশু সংস্থার দেওয়া টোকেনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে ৩ টি দোকানে নিজের পছন্দের খাদ্য সামগ্রী সেমাই, চিনি, গুড়ো দুধ, পোলাও চাল, মেহেদী, স্বাস্থ্য সুরক্ষায় জিংক, ভিটামিন সি যুক্ত ট্যাবলেট, সাবান, শাড়ি, লুঙ্গি, টিশার্ট, চাল, ডাল, লবন, পিয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবে। ব্যতিক্রমী এই আয়োজনে খুশি শিশুর পরিবার ও নজর কেড়েছে সুধীমহলে।