সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবলীগ।
রোববার সকাল ১১টার দিকে পীরগঞ্জ মহিলা কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল,পৌর মেয়র কশিরুল আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সুমন,উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা,সহসভাপতি আব্দুল জলিল,সহ সভাপতি জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মন্ডল,সাংস্কৃতিক সম্পাদক দেলওয়ার হোসেন,যুবলীগ কর্মী বেলাল হোসেন,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ রফিকুল ইসলাম ডাবলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।