পীরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রকাশিত: জুলাই ২৫, ২০২০

স্বাধীনতার ৪৯ বছর পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পৌর শহরের স্টেশন রোড এলাকায় ভবনটির ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান টিটো দত্ত, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।