ক্রিকেটার মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ে

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল ১১ জুলাই, শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে নবপরীণিতা বধূর সাথে তোলা ছবি আপলোড দিয়ে এ সংবাদ জানিয়েছেন তিনি নিজেই।

মোসাদ্দেক লিখেন, ‘স্টার্টিং এ নিউ জার্নি অফ লাইফ ❤ প্রে ফর আস।’ যার অর্থ দাঁড়ায়, জীবনের নতুন অধ্যায়ের পথ চলা শুরু ❤ আমাদের জন্য দোয়া করবেন।

মোসাদ্দেকের নতুন স্ত্রীর নাম উম্মে তামান্না। তিনিও মোসাদ্দেকের মতো ময়মনসিংহেরই বাসিন্দা।

এর আগে নানা টানাপোড়েনের পর গত ২০১৮ সালের শেষ দিকে প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয় মোসাদ্দেকের। নিজের খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে ২০১২ সালে অল্পবয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

এরপর নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর মধ্যে মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলাও হয়েছে। অবশেষে ২০১৮ সালে সেই সংসারের ইতি ঘটে। এবার নতুন করে শুরু করলেন জীবনের আরেক ইনিংস।