শ্রমিকদের উপর পৌর টোলের নামে চাঁদাবাজি ও ইজিবাইক শ্রমিকদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে পৌর মেয়রের কুশপত্তলিকা দাহ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইজিবাইক শ্রমিকেরা।
শ্রমিকরা বলছেন পৌরটোল বন্ধের আশ্বাস দেওয়ার পরেও ঠাকুরগাঁওয়ের পৌর মেয়র মির্জা ফয়সল আমিন তা বাস্তবায়ন করেন নাই। সম্প্রতি তিনি আবারও পৌর টোলের ইজারার ডাক দিয়েছেন বলে জানায় শ্রমিকেরা।
তারই প্রতিবাদে ২৩জুন মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে শহরের চৌরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচীর অনুষ্ঠিত হয় এবং আন্দোলনের অংশ হিসেবে পৌরসভা ঘেরাও কর্মসূচী পালন করে ইজি বাইক শ্রমিকরা।
এ সময় পৌর মেয়রের কুশপত্তলিকায় দ্বাহও করে বিক্ষুব্ধ শ্রমিকেরা।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ইজিবাইক শ্রমিকেরা টোল আদায় বন্ধের দাবীতে আন্দোলন করে আসছে।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো: মনসুর আলী, ঠাকুরগাঁও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সাধারন সম্পাদক আবু আস লাবু প্রমুখ।