আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী
পীরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা কশিরুল আলম, আওয়ামীলীগ নেতা শামীমুজ্জামান জুয়েল, মাহাবুব জামান জেম, কবিরুজ্জামান রিচার্ড,
উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহসভাপতি আব্দুল জলিল, মইনুল হোসেন, পৌর যুবলীগের সভাপতি তফিকুল আজাদ বাদল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, যুবলীগ নেতা সোহরাব আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুর নবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি কবির, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন। এছাড়াও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।