রাণীশংকৈলে শিক্ষার্থীদের মাঝে ইএসডিওর শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: জুন ২৪, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইকো সোশ্যাল ডেফলপমেন্ট
অর্গানাইজেশন(ইএসডিও)মাইক্রোফিন্যান্স কর্মসুচির আয়োজনে ও পিকেএসএফের অর্থায়ানে উপজেলার আধিবাসী ও মুলস্রোতধারার ৩১ জন গরিব অসহায়, মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে। শিক্ষা বৃত্তির চেক প্রদান করা
হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা ইএসডিও অফিস হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

আরো উপস্থিত ছিলেন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম মহিলা ভাইসচেয়ারম্যান শেফালী বেগম। ইউএসডিও জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার শাহিন, প্রেমদীপ উপজেলা
ম্যানেজার খায়রুল আলমসহ সুবিধাভোগী ৩১ জন শিক্ষার্থী।
প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল আলম জানান, ২০১৮ সালের এসএসসি পাশের ১৯ জন শিক্ষার্থীকে ২য় দফায় ও ২০১৯ সালের এসএসসি পাশের ১২ জন শিক্ষার্থীকে ১ম দফায় এ শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।