
সন্ত্রাসী হামলায় স্বজন হারানো ২০ নবজাতকের দায়িত্ব নিয়ে হইচই ফেলে দিয়েছেন ফিরোজা নামের এক আফগান নারী। তিনি নিজেও ১৪ মাস বয়সী একটি সন্তানের জননী। সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালের প্রসূতি বিভাগে সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৪ জন ব্যক্তি। যার মধ্যে ছিল সদ্য মা হওয়া বেশ কয়েকজন নারী ও নার্স।
মারা যায় কয়েকটি নবজাতক শিশুও। বেঁচে থাকা নবজাতকদের উদ্ধার করে পুলিশ। অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের।
সেখানে ফিরোজা ওমর ২০ জন শিশুকে দুধ পান করান। যাদের মধ্যে অনেকেই সদ্য মা হারা হয়েছে সন্ত্রাসীদের হামলায়।
২৭ বছর বয়সী ফিরোজা দেশটির অর্থ মন্ত্রণালয়ে কাজ করেন। তিনি নিজেও সন্ত্রাসী হামলায় স্বজন হারিয়েছেন। তিনি বলেন, এসব নবজাতক শিশু পৃথিবীতে এসেই নিষ্ঠুরতার স্বীকার হয়েছে, তাদের মা হারিয়েছে।
আমি মনে হয়েছিল এসব শিশুদের জন্য একজন মা দরকার। সন্ত্রাসীরা এসব শিশুদেরও রেহাই দেয়নি, যারা মাত্র চোখ খুলেছে।
২০১৭ সালে নিজের জন্মদিনে এক তালেবান হামলায় বড় ভাই আর বাবাকে হারিয়েছিলেন ফিরোজা। তিনি বলেন, আফগান যুদ্ধের একজন ভুক্তভোগী হিসেবে এর যন্ত্রণা কেমন আমি জানি। প্রিয়জনদের হারানোর ব্যথা আমি অনুভব করতে পারি।
ফিরোজার এমন সাহসী সিদ্ধান্তের অনেকেই প্রশংসা করেছেন। তার পথ ধরে আরও অনেকে এগিয়ে এসেছেন নবজাতকদের সাহায্য। তারা এসব এতিম শিশুদের দত্তক নেওয়ারও আগ্রহ দেখিয়েছেন।