মৎস সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস অধিদপ্তর কতৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মৎস সপ্তা উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে মৎসজীবী ও মৎস চাষীদের নিয়ে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ এ সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস কর্মকর্তা (অঃ দাঃ) আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা মৎসজীবি সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম, মৎসচাষী আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ওমর ফারুম মন্ডল, সোহরাব আলী, সাংবাদিক আব্দুর রহমান, দুলাল সরকার,বিষ্ণুপদ রায়, জাকির হোসেন প্রমূখ।