পীরগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার হাফিজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য নূরনবী চঞ্চল প্রমুখ।
এদিকে মুজিবনগর দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। কলেজ মিলনায়তনে সহযোগী অধ্যাপক এএসএম রেজানুল্লাহ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক একরামুল হক, প্রভাষক প্রণীন্দ্র নাথ বর্মন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী প্রমূখ।