পীরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ মাস জেল

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রুমা রাণী নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মিত্রবাটী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম তাকে এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, পৌর শহরের মিত্রবাটী মহল্লার জগত শাহার কন্যা রুমা রাণী নিজ বাড়িতে মাদক কেনা বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১শ গ্রাম গাঁজা সহ তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাদ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, মাদক ব্যবসায়ী রুমা রাণীকে জেল হাজতে পাঠানো হয়েছে।