পীরগঞ্জে সাবেক এমিপ’র রোগ মুক্তিকামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের রোগ মুক্তিকামনায় দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুত্রবার বিকেলে সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও উপজেলা চেয়ায়ারম্যান পদ প্রার্থী ইফতেখারুল হক ধ্রুব, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মাহমাদুল হক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি অহিদুজ্জান, সাংগঠনিক সম্পাদক গাজীর রহমান গাজী, প্রবীন আ’লীগ নেতা সোলেমান আলী,আ’লীগ নেতা জিয়াউর রহমান মুন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলস, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাদল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকমনি সরকার, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

পরে সাবেক এমপি ইমদাদুল হক এর রোগ মুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।