ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়ছে। বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেল দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায় সহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রণোদনা হিসেবে কৃষকদের জন প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।