পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সহকারি কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম ও পৌরসভার স্যানেটারি অফিসার নজরুল ইসলাম। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, সাংবাদিক এএইচ লিটন, গীতি গমন রায়সহ স্কাউস্গণ উপস্থিত ছিলেন ।